বিএসটিআইতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে শিল্পসচিব কে. এম আলী আজম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) ড. মোঃ নজরুল আনোয়ার। এ সময় বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) ও কোর্স পরিচালক মোঃ তাহের জামিল, কোর্স কো-অর্ডিনেটরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্প সচিব বলেন, কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের ফলে প্রতিষ্ঠানের সেবা প্রদানসহ সার্বিক কর্মকাণ্ডের মানোয়ন্নয়ন ঘটে। বিএসটিআই একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। স্ব-স্ব ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে এ ধরণের প্রশিক্ষণ অব্যাহত রাখতে হবে।
বিএসটিআই’র মহাপরিচালক বলেন, প্রতিটি উইংয়ের প্রয়োজনীয়তার নিরিখে প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা হয়েছে। এ মডিউল অনুযায়ী ধাপে ধাপে প্রশিক্ষণ সমাপ্ত করতে প্রায় ১ বছর সময় প্রয়োজন হবে। শিল্প মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, এটুআই, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা প্রশিক্ষণ প্রদান করবেন। প্রথম ব্যাচের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হলে পর্যায়ক্রমে আরও পাঁচটি ব্যাচকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।
আরকে