ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

কী নাম হবে পদ্মা সেতুর (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার | আপডেট: ০১:৪৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

এই সেতু নিয়ে কত কথা, কত শত ষড়যন্ত্র! শেষ পর্যন্ত পদ্মার ঘোলাজল উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পদ্মা সেতুর ৪২টি পিলার। বসেছে ৪১টি স্প্যান। কিন্তু এই অভিযাত্রার গল্পটা সহজ ছিল না। কুয়াশার আস্তরণ ভেদ করে মাওয়া থেকে জাজিরা অব্দি মূর্ত হয় স্বপ্নের সেতু। এপার-ওপার দৃশ্যমান হবার পর এবার মানুষের আলোচনার বিষয় কী নাম হবে পদ্মা সেতুর! 

খোঁজ নিয়ে দেখা যায়, পদ্মায় ব্রিজ দেখতে আসা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের চাওয়াটা বেশ ভিন্ন। তারা বলছেন, ‘এই সেতু নিয়ে দেশ-বিদেশে অনেক কথা হয়েছে। তারপরও স্বপ্নের সেতু এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রীর পরিশ্রমের ফলেই এটা হয়েছে। তাই তার নামই করা উচিত।’

স্থানীয়রা বলছেন, ‘যেহতু আমাদের প্রধানমন্ত্রী সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সেতুটি নির্মাণ করছেন। অনেক দেশই বিরোধীতা করেছে। এই সেতু নির্মাণ ছিল নজিরবিহীন ঘটনা। তাই প্রধানমন্ত্রীর নামই সেতুর নামকরণ করা হোক।’

অনেকে বলেন, ‘বঙ্গবন্ধুর নামে অনেক অবকাঠামো করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর নামে কিছুই নেই। তাই, এই সেতুর নাম শেখ হাসিনা সেতু করা হোক।’
দেখুন ভিডিও :

এআই/এসএ/