ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

করোনায় কর্মহীন শ্রমিকরা সহায়তা পাচ্ছেন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬ এএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার

করোনা ভাইরাসের কারণে বেকার হওয়া বিভিন্ন শিল্পের শ্রমিকরা নগদ সহায়তা পাবেন আজ। শ্রমিকদের ব্যাংক হিসাবে সহায়তার অর্থ পৌঁছে যাওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে আজ এক হাজার ৭৯৪ জন শ্রমিক এ সহায়তা পাচ্ছেন। 

বেকার বাকি শ্রমিকরাও পর্যায়ক্রমে তাদের অর্থ বুঝে পাবেন। এ লক্ষ্যে ৩০ হাজার শ্রমিকের প্রাথমিক তালিকা করা হয়েছে। গত সেপ্টেম্বরের জন্য সহায়তা হিসেবে প্রত্যেক শ্রমিক মাসিক তিন হাজার টাকা পাচ্ছেন। এই হারে তিন মাসের নগদ সহায়তা দেওয়ার কথা রয়েছে।

গতকাল মঙ্গলবার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বেগম সামসুন নাহার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালাম, ঢাকায় নিযুক্ত জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স কনসটানজা জেহিরিঙ্গার, ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশন মাউরিজিও সিয়ান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর উপস্থিত ছিলেন।
এসএ/