‘মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়তে কাজ করছি’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৮ এএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার | আপডেট: ০৯:৩১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র শান্তিবাগ, গোলবাগ ও এর আশপাশের এলাকায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে একটি পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যুব সমাজকে শক্তিতে রূপান্তরিত করতে সচেতনতার পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে সামাজিক সংগঠনের মাধ্যমে সেলাই মেলিন বিতরন ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি (২০০২-২০১০) হিসেবে ছাত্রসমাজকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মনোবল তৈরিতে কাজ করছেন। ছাত্ররা যেন পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সচেতন হয় সে লক্ষ্যেও কাজ করছেন তিনি। নিয়মিত ওয়ার্ডের বাসিন্দাদের সেবা নিশ্চিত করার জন্য প্রতিদিন অফিস করেন। ওয়ারিশ সার্টিফিকেট প্রদানে সর্বচ্চো সর্তকতা অবলম্বন করছেন তিনি। যাচাই-বাছাই করেই তিনি সেবা প্রদানে নিজেকে ন্যাস্ত করেন।
বৈশ্বিক মহামারী করোনায় যখন বিপর্যস্ত সারা বিশ্ব, মানুষ যখন জীবন এবং মৃত্যুর মাঝে হতাশ, বাঁচার জন্য খাদ্য ও প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রীর তাগিদে হাহাকার সেই সময় কাউন্সিলর নির্বাচিত হলেও দায়িত্ব গ্রহণ করার আগেই নিজ অর্থায়নে ১২নং ওয়ার্ডের হকার, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরন করেন মামুন রশিদ শুভ্র।
কয়েক দয়ায় তিনি শুকনো খাবার, মাস্ক, শিশুদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছেন। আর্থিকভাবেও সহযোগিতা করেন অনেককে। তার এই মানবিকতায় এলাকায় তাকে মানবতার ফেরিওলার হিসেবে সম্মানিত করেছে তরুণ সমাজ।
মামুন রশিদ শুভ্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নগর রাজনীতিতে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা অনন্য ব্যক্তিত্বরূপে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় কোনো কাউন্সিলর দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেনা শর্তে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকায় কাউন্সিলদের মধ্যে সদস্য হিসেবে প্রথম নামটি মামুন রশিদ শুভ্র'র।
সর্বচ্চো ভোট ব্যবধানে এগিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর নগর আওয়ামী লীগ নেতা গোলাম আশরাফ তালুকদারকে পরাজিত করেন। তরুণ শতভাগ ভোট নিজের অনুকূলে আনতে সমর্থন হন শুভ্র।
এ বিষয়ে ১২নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র বলেন, আমি ওয়ার্ডবাসীর সেবক, তাদের ভোট আমাকে দায়বদ্ধ করেছে। আমি তাদের ভোটে জনপ্রতিনিধি, তাদের সেবাই আমার কর্ম। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার কঠোর হুশিয়ার। কাউকে এ বিষয়ে ছাঁড় দেয়া হবে না। প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হবে মাদক প্রতিরোধে। হকারদের থেকে কোনো চাঁদা বা অবৈধ কোনো কাজকে সমর্থন দেয়া হবে না। তাই সকলকে ওয়ার্ডের সৌন্দর্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আরকে//