ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

তেলের ঘানি টানা প্রতিবন্ধী পরিবারকে গরু দিলেন পুলিশ সুপার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার

সিরাজগঞ্জের পৌর এলাকার সয়াধানগড়ার বাসিন্দা তেলের ঘানি টানা প্রতিবন্ধী পরিবারকে গরু উপহার দিলেন জেলা পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। 

আজ বুধবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই গরু গ্রহণ করেন ঘানির মালিক মগরব আলী। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানাসহ (ডিএসবি) বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, তেলের ঘানি টানা প্রতিবন্ধী পরিবার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় পুলিশ সুপার এই গরু উপহার দিলেন। 
এআই/এসএ/