নিরীহ রহিমার কুড়েঘর ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ০৮:৩২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
সাতক্ষীরার কলারোয়ায় আদালতে মামলা চালাকালে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণে বাধা দেওয়ায় রহিমা খাতুন (৫৫) নামে এক নিরীহ অবলার কুড়েঘর ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেহমানপুর গ্রামে।
জানা গেছে- উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের মেহমানপুর গ্রামের দেলবার দফাদারের পৈত্রিক জমি নিয়ে প্রতিবেশী আকছেদ ও হযরত আলীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে সাতক্ষীরা আদালতে মামলাও চলছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বিরোধপূর্ণ জমিতে পাকা ঘর নির্মাণের চেষ্টাকালে দেলবার দফাদারের স্ত্রী নিরীহ রহিমা খাতুন (৫৫) বাধা দিলে আকছেদ, হযরত, জাহেদা, মর্জিনা ও জেসমিন ক্ষিপ্ত হয়ে তার বসত ঘর ভেঙ্গে দেয়। এসময় তার ঘরে থাকা স্বর্ণের দুটি দুল ও ঘর বানানোর জন্য গচ্ছিত নগদ ৫০ হাজার টাকা নিয়ে তারা চলে যায়।
রহিমা খাতুন জানান- প্রতিপক্ষরা প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। তিনি এ সকল ঘটনা উল্লেখ করে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
এনএস/