ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জাপানে ৫ জনের দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

জাপানে ৫ জনের দেহে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। তারা সকলেই যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এ তথ্য জানায়।

শনাক্ত হওয়া ব্যাক্তিদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। বিমানবন্দরেই তাদের করোনা শনাক্ত হয়। তাদের নমুনা বিশ্লেষণ করে যুক্তরাজ্যে সম্প্রতি পাওয়া নতুন স্ট্রেইনের ভাইরাস থাকতে দেখা গেছে। তারা আক্রান্ত হলেন কীভাবে এবং তাদের সংস্পর্শে কেউ গেছেন কি না তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

জাপানে আজ শুক্রবার রেকর্ড পরিমাণ তিন হাজার ৭৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। টোকিও শহরে শনাক্ত হয়েছে ৮৮৪ জনের। একদিনে আক্রান্তের হিসেবে টোকিওতে এটি দ্বিতীয় সর্বোচ্চ। বৃহস্পতিবার টোকিওতে সর্বোচ্চ ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়।

এসি