কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে প্রতিপক্ষকে কাউন্সিলরের হামলা, নিহত ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি ও তার সমর্থকদের হামলায় প্রতিপক্ষের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে ত্রিমহোনী বটতলা মোড়ে নির্বাচনী প্রচারণাকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সোহেল সরকার (৫০)। আহতরা হলেন, মাজহারুল ইসলাম রমজান ও মোস্থাফিজুর রহমান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার রাত ১০টার দিকে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহবুবর রহমান পাখি, তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান ও সমর্থক সোহেল সরকারসহ অন্যরা ত্রিমহোনী বটতলা মোড়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রবিউল ইসলাম রবি দলবল নিয়ে অচমকা পাখি ও তার ভাইয়ের উপর হামলা চালায়। এ সময় সোহেল বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রবি ও তার লোকজন।
ধাক্কায় মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এদিকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন পাখির ভাই মাজহারুল ইসলাম রমজান ও মোস্থাফিজুর রহমান।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষে ধস্তাধস্তির সময় হার্ট অ্যাটাক করে একজন মারা গেছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে মামলা হচ্ছে। সকলকে আইনের আওতায় আনা হবে।’
কাউন্সিলর প্রাথী মাহবুবুর রহমান পাখি বলেন, ‘রবি ও তার লোকজন আমার ভাই ও সমর্থকদের উপর হামলা চালিয়ে তাদের আহত করেছে। সোহেলকে সে ধাক্কা মেরে ফেল দেয়। তার আগে থেকে হার্টের সমস্যা ছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’
আর বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি বলেন, ‘আমি ও আমার লোকজন এ ঘটনায় জড়িত নয়। সোহেল আমার বন্ধু। ঘটনার সময় সে সেখানে থাকলেও তার উপর কোন হামলা হয়নি। পাখির লোকজন আমাকে আটকানোর চেষ্টা করলে এ সংঘর্ষ হয়।’
এআই/এসএ/