ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নড়াইলের ইতনা গণহত্যা দিবস আজ

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:৪৪ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার

নড়াইলের ইতনা গণহত্যা দিবস আজ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের এ দিনে লোহাগড়া উপজেলার ইতনা গামে ৩৯ জন স্বাধীনতাকামী মানুষকে হত্যা করে পাক হানাদার বাহিনী। বাড়িঘর লন্ডভন্ড করে আগুন জ্বালিয়ে দেয়া হয়। স্বাধীনতার এতো বছরেও শহীদদের পরিবার পায়নি স্বীকৃতি। পাকিস্তানী হানাদারদের হত্যাযজ্ঞের স্থানে সরকারি উদ্যোগে নির্মিত হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। সে দিনের দুঃসহ স্মৃতি মনে করে আজো শিহরিত হন অনেকে। দিবসটি উপলক্ষে গ্রামবাসীর আয়োজনে গনকবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ভক্সপপ: