নির্বাচনকে কেন্দ্র করে বরিশালে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, মুন্সীগঞ্জে গাড়ী ভাংচুর আহত ৩
প্রকাশিত : ০৩:২০ পিএম, ১৬ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৩:২০ পিএম, ১৬ মার্চ ২০১৬ বুধবার
বরিশালের মেহদিগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এদিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩টি গাড়ী ভাংচুর করা হয়। আহত হয় ৩ জন।
বুধবার সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের মাদার বুনিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিপক্ষের হামলায় মাদার বুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সমীর চারু নিহত হন। আহত হন আরো ১১ জন। আহতেদের মধ্যে ৪ জনকে বরিশাল শের ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। এদিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির মনোনিত প্রার্থী আমিন উদ্দিন চৌধুরী নির্বাচনী প্রচারনা থেকে ফেরার সময় ৩টি মাইক্রোবাস ভাংচুর ও ৩ জনকে পিটিয়ে আহত করে দূর্বৃত্তরা। সিরাজদিখান থানার ওসি ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।