রমজানে দক্ষিণ চট্টগ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহ্বান
প্রকাশিত : ০৬:০০ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:৩৬ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার
রমজানে দক্ষিণ চট্টগ্রামের ৮ উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ।
দুপুরে পটিয়ায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ আহ্বান জানান। এ’সময় পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক এএইচএম মোবারক উল্লাহ জানান, বর্তমানে সমিতির আওতায় ৩ লাখ ৭০ হাজার গ্রাহকের জন্য ১৮৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। বর্তমানে ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রমজানের আগে ঘাটতি কাটিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জানান কর্মকর্তারা।