বিমান দুর্ঘটনা মোকাবেলার লক্ষ্য চট্টগ্রামে জরুরী মহড়া
প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:৩৯ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার
বিমান দুর্ঘটনা মোকাবেলা করার দক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে জরুরী মহড়া।
সকালে যাত্রী ও ক্রুসহ ৫৭ জনকে নিয়ে এবিসি এয়ারওয়েজের একটি উড়োজাহাজ এ মহড়ায় অংশ নেয়। মহড়ায় দুর্ঘটনা কবলিত উড়োজাহাজের জরুরী অবতরণ, বিধ্বস্ত বিমান থেকে যাত্রীদের উদ্ধারসহ বিমান দুর্ঘটনায় সংশ্লিষ্ট সংস্থা সমূহের জরুরী করণীয় তুলে ধরা হয়। মহড়ায় বিমানবন্দর ফায়ার শাখা, বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়।