ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সড়কের আইল্যান্ড ও বাসাবাড়ির ছাদে বনায়নের আহবান

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ২৩ মে ২০১৭ মঙ্গলবার

চট্টগ্রামকে গ্রীন সিটি ও ক্লিনসিটিতে পরিণত করতে নগরীর ৪১টি ওয়ার্ডে সড়কের আইল্যান্ড ও ফুটপাতের পাশাপাশি বাসাবাড়ির ছাদে বনায়নের আহবান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সকালে নগরভবনে সংবাদ সম্মেলনে মেয়র আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও জীববৈচিত্র্য মারাতœক হুমকির মধ্যে পড়েছে। চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসাবে গড়তে বিভিন্ন ভবনের ছাদগুলোকে ছাদ-বাগানের আওতায় আনতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন মেয়র।