ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

নোয়াখালীতে কোভিড-১৯ সচেতনতামূলক শোভাযাত্রা

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

নোয়াখালীতে কোভিড-১৯ গণসচেতনতা বাড়াতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সমানে বঙ্গবন্ধু চত্ত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. দিদার উল আলম।

এ সময় উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল সালাউদ্দিন আল মুরাদ জি, বিএনসিসি ব্যাটালিয়ান কমান্ডার ও নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মেজর আল হেলাল মোহম্মদ মোশারফ হোসেন, ময়নামতি রেজিমেন্টের মেজর সিব্বির আহমেদ, বিএনসিসি প্লাটুন কমান্ডার ড. মোহাম্মদ লোকমান ভূঞাসহ অনেকে।  

র‌্যালীটি বঙ্গবন্ধু চত্ত্বর থেকে বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 

র‌্যালী থেকে বিএনসিসি সদস্যরা জেলা শহরের বিভিন্ন স্থানে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এএইচ/