ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

৩ পুর্নাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৬ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ১৬ মার্চ ২০১৬ বুধবার

চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটে  তিনটি পুর্নাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সারাদেশের জরিপের ওপর ভিত্তি করে লোকসংখ্যার অনুপাতে শয্যাসংখ্যা বৃদ্ধি এবং সরকারের পুষ্টি পরিকল্পনার বাস্তবায়ন এগিয়ে চলেছে বলেও জানান প্রধানমন্ত্রী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৪৩তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মধ্য দিয়ে চিকিৎসাসেবাকে তৃণমূল নিয়ে গেছে। যারফলে মাতৃমৃত্যু-শিশুমৃত্যু হার কমে জনগনের গড় আয়ু পৌচেছে ৭১ বছরে। উপজেলা এবং জেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং নার্সিং শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতায় তিনটি বিভাগে নতুন মেডিকেল বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠার ঘোষণাও দেন শেখ হাসিনা। অনেকগুলো বিশেষজ্ঞ হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিকেল যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা তুলে ধরে তিনি বলেন, বিনামূল্যে জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।