ঢাকা, শনিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

ধর্ম অবমাননার অভিযোগে সরিয়ে নেয়া হল ‘কমান্ডো’র টিজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

বাংলাদেশি নতুন চলচ্চিত্র ‘কমান্ডো’ সিনেমায় অভিনয় করছেন কলকাতার দেব। সম্প্রতি সিনেমাটির একটি টিজার স্যোশাল মিডিয়ায় প্রকাশ করেন দেব। এরপর ধর্ম অবমাননা হয়েছে অভিযোগ তোলে শুরু হয় এ নিয়ে বিতর্ক। একজন মসজিদের ইমামও এ নিয়ে টিজারটির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় নির্মাণাধীন সিনেমা 'কমান্ডো'র টিজার। কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব গত ২৫শে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে 'কমান্ডো'র টিজারটি প্রকাশ করে।   

মসজিদের ইমাম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে টিজারের তিনটি স্ক্রিন শট দিয়ে লেখেন ‘‘১ম ছবিটি দেখুন। কালেমা খচিত পতাকা, পতাকার নীচের অংশে AK-47 এর সিম্বল। পতাকার পেছন থেকে অস্ত্র হাতে বেরিয়ে আসছে কথিত সন্ত্রাসীরা। ২য় ছবিটিতে দেখুন। চার দিকে আরবি লেখা। টিজারের এই অংশে দেখানো হচ্ছে কথিত সন্ত্রাসীরা সুন্নাতি পোষাক পড়ে "নারায়ে তাকবির" "আল্লাহু আকবর" স্লোগান দিচ্ছে’’।

তিনি আরো লেখেন ‘এই মুভিতে দেখাবে ইসলামি জঙ্গিবাদ দমনে নায়ক দেব এসে হাজির হয়েছে। আর জঙ্গিদের সিম্বল হিসাবে কালিমা খচিত পতাকা ব্যবহার করা হয়েছে। এখানে সুস্পষ্টভাবে ইসলামকে ডিমোনাইজ করা হচ্ছে। ভিলেন বানিয়েছে ইসলামকে। যা ইচ্ছাকৃত ইসলাম বিদ্বেষ’।

তিনি প্রশ্ন রাখেন ‘ইসলাম কখনো জঙ্গী ধর্ম নয়, একই সাথে ধর্মের নামে কেবল ইসলামেই উগ্রতা আর জঙ্গীবাদ আছে এমন নয়, সব ধর্মেই আছে, তাহলে মুভিতে কেনো ইসলাম আর কলেমার পতাকারই শুধু ব্যাবহার?’

সিনেমার টিজার নিয়ে প্রশ্ন ওঠার পর এর প্রযোজক সেলিম খান গণমাধ্যমকে বলেন, ‘যখনই টিজারটি নিয়ে বিতর্ক শুরু হয় তখনই টিজারটি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছি’।  

তিনি বলেন ‘আমি নিজে একজন মুসলমান, ইসলাম ধর্মকে অবমাননা করার দুঃসাহস আমার নেই। জঙ্গিবাদ সরকার কীভাবে দমন করছে সেটাই সিনেমায় দেখানো হয়েছে। টিজারটি কলকাতা থেকে সিনেমার অভিনেতা দেব, তিনি আপলোড করেন। আমি তাকে জানাই এটা নিয়ে আমার দেশে সমস্যা হচ্ছে, তিনি টিজারটা সরিয়ে ফেলেন।

এসি