ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এপ্রিলেই টাইগারদের শ্রীলংকা সফর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

মহামারী করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে দু’বার বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর স্থগিত হয়েছে। তবে আগামী এপ্রিলে টাইগাররা শ্রীলংকা সফর করতে পারে বলে মঙ্গলবার জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও।

বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী জানান- আগামী এপ্রিলে সিরিজটি আয়োজনের প্রস্তাব এসেছে শ্রীলংকার পক্ষ থেকে। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা শ্রীলংকা বোর্ডের সাথে টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করছি। এবার এই প্রস্তাবটি লংকানদের তরফ থেকেই এসেছে। প্রথমবার আমাদের সাথে আলোচনা হয়েছিল তবে সিরিজটি হয়নি। আমরা আমাদের টেস্ট চ্যাম্পিয়নশীপের কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে আগ্রহী।’

গত জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সূচি ছিলো বাংলাদেশের। যা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ। কিন্তু চলমান করোনার কারণে সফরটি স্থগিত হয়ে যায়। দ্বিপাক্ষিক এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হওয়ায় এটি আয়োজনে আলোচনা চালিয়ে যায় দু’দেশের ক্রিকেট বোর্ড।

অক্টোবর-নভেম্বরেও শ্রীলংকা সফরের কথা হয়েছিল, কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলংকা কঠোর অবস্থানে থাকায় সিরিজ আয়োজন ভেস্তে যায়। শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসসি) চেয়েছিলো ১৪ দিনের কোয়ারেন্টাইন সময়ে হোটেলের বাইরে যেতে পারবে না বাংলাদেশ দল। এমনকি অনুশীলনও না। কিন্তু শ্রীলংকা বোর্ডের এমন কঠিন শর্তে রাজি হয়নি বিসিবি।

তবে সিরিজটি এখন পুনঃরায় আয়োজনের আলোচনা শুরু করেছে বিসিবি ও এসসি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের এপ্রিলে কমপক্ষে দু’টি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলংকায় যেতে পারে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

তিনি বলেন, ‘এই মুহূর্তে সিরিজটি আয়োজনের জন্য এপ্রিল মাসকে লক্ষ্য করা হয়েছে। এবার আমাদের জন্য একটি উপযুক্ত স্লট রয়েছে। আমরা সিরিজটি নিয়ে কাজ করছি এবং আমরা কমপক্ষে দু’টি টেস্ট খেলতে চেষ্টা করব।’

এনএস/