ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে যুবলীগের আনন্দ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

বুধবার (৩০ ডিসেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে যুবলীগের আনন্দ মিছিল বের হয়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ এর সামনে সমাবেশ করা হয়।

এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশক্রমে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য এনামুল হক, মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দীন আহমদ, জসিম মাতুব্বর, যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক কাজী মাজাহারুল ইসলাম, ডঃ হেলাল উদ্দিন, জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, শামীম আল সাইফুল সোহাগ।

সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ, মো. জহিরুল ইসলাম মিল্টন, হারিজ মিয়া শেখ সাগর, মো. সাদ্দাম হোসেন পাবেল, শামীম খান, শামসুল আলম অনিক, শাহীন, মালুম, হেমায়াত উদ্দিন মোল্লা, আব্দুল মোকিত, খুলির রহমান সরদার, এ্যাড: মুক্তা আক্তার, দেলোয়ার সাহাজাদাসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ। 

যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন প্রচার সম্পাদক জয়দেব নন্দি উপ- প্রচার সম্পাদক আদিত্য নন্দি। এসময় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, দেশের সব এলাকায় বিএনপি সন্ত্রাসীদের প্রতিহত করতে যুবলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। বিএনপি-জামায়াত আজও ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি-জামায়াত গণতন্ত্র হত্যাকারী সংগঠন। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছে। তিনি বলেন, তার ধারাবাহিকতায় খালেদা জিয়া জামায়াতিদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। কোন গণতান্ত্রিক অধিকারে আপনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন? বাংলার মানুষের কাছে বাংলার মাটিতে, বাংলার যুব সমাজের কাছে জবাব দিতে হবে, তা না হলে শেখ পরশের নেতৃত্বে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।

এসময় যুবলীগ প্রেসিডেন্ট সদস্য হাবিবুর রহমান পবন বলেন, আজ গণতন্ত্রের বিজয় দিবস, এই দিনে আমাদের অঙ্গীকার প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকাণ্ড ও গণতন্ত্রের ধারাবাহিকতাকে সমুন্নত রাখা, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে বাংলার যুবসমাজ প্রতিজ্ঞাবদ্ধ।

এসি