ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

কলারোয়ার খোরদোয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ 

প্রকাশিত : ১০:০০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার

কলারোয়া উপজেলার খোরদোয় বিজয় দিবস উপলক্ষে আব্দুল ওদুত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কাপোতাক্ষ ফুটবল একাডেমীর উদ্যোগে বুধবার (৩০ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খোরদো হাইস্কুল ফুটবল মাঠ প্রাঙ্গণে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

খেলাটি খোরদো কাপোতাক্ষ ফুটবল একাডেমী বনাম কেশবপুর ফুটবল একাডেমীর মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। প্রীতি ফুটবল ম্যাচে কেশবপুর ফুটবল একাডেমী ৩-২ গোল খোরদো কাপোতাক্ষ ফুটবল একাডেমীকে পরাজিত করে। বিজয়ী দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। 

এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খারুল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন, এসআই মামুন হোসেন, খোরদো কাপোতাক্ষ ফুটবল একাডেমীর সভাপতি ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, সাধারণ সম্পাদক মাস্টার আলমগীর হোসেন, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী, ইউপি সদস্য কওসার আলী, রফিকুল ইসলাম মিলন, বাবলু, ছাত্রলীগ নেতা আরিফ, আজাদ ও নয়ন প্রমুখ।

আরকে//