ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

এলচের কাছে পয়েন্ট হারাল রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০ এএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে আটকে দিয়েছে নবাগত এলচে। শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে জিদানের দল। ফলে পয়েন্টের শীর্ষে থাকা দলটি নেমে গেল দ্বিতীয় স্থানে। আর এ নিয়ে লিগে পাঁচবার পয়েন্ট হারাল তারা।

বুধবার রাতে ঘরের মাঠে লা লিগার ম্যাচে চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দিয়েছে এলচে। এদিন লুকা মদ্রিচের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর স্বাগতিকদের সমতায় আনেন ফিদেল।

ম্যাচের ২০ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে এলচে। এ সময় হেডে দারুণ এক গোল করে রিয়ালকে এগিয়ে নেন লুকা মদ্রিচ। চোট কাটিয়ে ফেরা ক্রোয়াট মিডফিল্ডারের আসরে এটি তৃতীয় গোল। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন ফিদেল। ডি-বক্সে আন্তোনিও বারাগানকে ডিফেন্ডার দানি কারভাহাল টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। তবে শেষ পাঁচ মিনিটে রিয়াল চাপ বাড়ালেও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। তাতে পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয় জিদানের শিষ্যদের।

১৬ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আর ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠেছে এলচে।

এদিকে লুইস সুয়ারেজের একমাত্র গোলে গেতাফেকে হারানো আতলেতিকো মাদ্রিদ ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল সোসিয়েদাদ। পরের দুটি স্থানে থাকা সেভিয়া ও ভিয়ারিয়ালের পয়েন্টও ২৬। তবে সেভিয়া খেলেছে ১৪ ম্যাচ।
এএইচ/এসএ/