ঢাকা, বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৩ ১৪৩১

ফেনী পৌরসভা নির্বাচন : মেয়র প্রার্থীদের মনোয়ন জমা 

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের মিজান রোডের জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন পাটোয়ারীর কাছে প্রথমে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পরে বিএনপি দলীয় প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় দুই দলের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
এআই/এসএ/