রাবি রেজিস্ট্রারের পদত্যাগপত্র গৃহীত
রাবি সংবাদদাতা
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এমএ বারী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল বুধবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম রেজিস্ট্রারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী গত (বুধবার) পদত্যাগ করেছেন। আজকের সিন্ডিকেট সভায় সেটি গৃহিত হয়েছে।’
গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, ইউজিসির তদন্ত কমিটির সঙ্গে অসহযোগিতামূলক অসদাচরণ করেছেন অধ্যাপক এম এ বারী।
এরপর গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে রেজিস্ট্রারের উপস্থিতি ও মন্ত্রণালয়ের নির্দেশনার পরও তাকে অব্যাহতি না দেওয়ায় শিক্ষকদের তোপের মুখে পড়েন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এক পর্যায়ে শিক্ষকদের বিরোধিতার মুখে তিনি সভা স্থগিত করেন।
এরপর থেকে অধ্যাপক বারী নিজ দফতরে আসা বন্ধ করে দেন।
এএইচ/