সুবিধা বঞ্চিতদের কম্বল দিল ল্যাম্প বাংলাদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৫৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
হিম হিম শীতে কাঁপছে মানুষ। কাবু হয়ে আছে সমাজের অসংখ্য সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষ। শীতার্ত অসহায় এসব মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে কম্বল নিয়ে তাদের পাশে এসে দাঁড়াল সামাজিক সংগঠন ল্যাম্প বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মালিবাগে রাস্তার পাশে সহায় সম্বলহীন ও সুবিধা বঞ্চিত শিশুদের পরিবারে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু। আরও উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের নিউজ প্রেজেন্টার আশা সাবেরা ও ল্যাম্প বাংলাদেশের প্রধান সমন্বয়ক আউয়াল চৌধুরী।
এ সময় গাজী সরোয়ার হোসেন বাবু বলেন, শীতে অনেক মানুষ কষ্ট পাচ্ছে। তাদের সহযোগিতায় ল্যাম্প বাংলাদেশ এগিয়ে এসেছে এ জন্য তাদের ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের এসব মানুষের ভাগ্যন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছেন। বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়। সমাজের বিত্তবানরাও যদি এসব সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে আর কেউ কষ্টে থাকবে না।
আউয়াল চৌধুরী বলেন, তীব্র শীতে অসহায় মানুষেরা কষ্ট পাচ্ছে। আমরা সমাজের সুবিধা বঞ্চিত ছিন্নমূল এমন মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ২০০৯ সাল থেকে আমরা সেবামূলক এসব কাজ করে আসছি। কন কনে শীতে দামি কাঁথা কম্বলের ভেতর থাকার পরেও আমরা শীতে কাঁপছি। সেখানে এসব মানুষেরা যে কত কষ্টে আছে সেটি সহজেই বুঝা যায়। এমন মানুষদের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্য বলে মনে করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ল্যাম্প অ্যাম্বাসেড়র আল আমীন আজাদ, রিজাউল করিম, জয়নাল আবেদিন, নির্মল কুমার বর্মণ, এ মিজান, বোরহান উল হায়দার, এম এ আহাদ শাহীন, সালেকুজ্জামান রাজিব, নাজমুল হক রাইয়ান।