শ্রীমঙ্গলে এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ র্যাবের
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২ জানুয়ারি ২০২১ শনিবার
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গরীব ও এতিমদের খাদ্য সামগ্রী সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অর্থ সহায়তাসহ বিভিন্ন কর্মকাণ্ডের সমন্বয়ে মৌলভীবাজারস্থ র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প ‘র্যাব সেবা সপ্তাহ’ পালন করছে।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নিয়া ফাজিল মাদ্রাসার গাউছিয়া নেওয়াজ এতিমখানার ১২০ জন এতিম শিশুদের মাঝে দুপুরের খাদ্য বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি, স্কোয়াড কমান্ডার এএসপি আফসান আল আলম, মাদ্রাসার সভাপতি আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, প্রিন্সিপাল মুফতি শেখ শিব্বির আহমদসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও র্যাব-৯ এর অন্যান্য সদস্যরা।
মেজর আহমেদ নোমান জাকি জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে তারা এ কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন।
তিনি বলেন, এই সেবা সপ্তাহের মধ্যেই গরীব ও এতিমদের খাদ্য সামগ্রী সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেয়া হবে।
এএইচ/