ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কলারোয়ায় পাতাকা বৈঠক

দুই নারী ও এক যুবককে হস্তান্তর করলো বিএসএফ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

প্রকাশিত : ১২:১০ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পাতাকা বৈঠকে দুই নারী ও এক যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার বিকালে কলারোয়া সীমান্তে ভাদিয়ালীর মেইন পিলার ১৩/৩ এস এর ৭ আরবি সন্নিকটে এক পাতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হয়। 

কেড়াগাছি সীমান্ত ফাড়ির হাবিলদার নাছিরুল ইসলাম জানান, কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী রোজিনা খাতুন (৩২), সাতক্ষীরার দেবহাটা থানার ঘরবালিয়া গ্রামের এবাদুল সরদারের ছেলে আরজু সরদার (২৬) ও কালিয়ার বনগ্রাম-আটালিয়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী লাভলী খাতুন (৩০) অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। ওই সময় ভারতীয় টহলরত বিএসএফ কর্তৃক তারা আটক হয়। 

এঘটনায় শনিবার বিকালে এক পাতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করে বিএসএফ। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

আরকে//