ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

চর কুকরি মুকরিতে ভ্রমণপিপাসুদের ভীড় (ভিডিও)

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২ এএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার | আপডেট: ১১:৫৩ এএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার

বেলাভূমি আর নানান প্রজাতির গাছ-তরুলতায় নয়নাভিরাম সৌন্দর্যে সুন্দরবনের প্রতিচ্ছবি ভোলার চর কুকরী-মুকরী’র বাঁকে বাঁকে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ভ্রমণপিপাসুদের জন্য চরটি সাজছে নানা আঙ্গিকে। সরকারি রেস্ট হাউজের পাশাপাশি বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে হোম স্টে সার্ভিস।  

এক পাশে সমুদ্র আর এক পাশে ম্যানগ্রোভ বন। ট্রলার বা স্পীড বোটে যেতে পথে দেখা মেলে চর কুকরি-মুকরির অপরুপ নৈসর্গিক দৃশ্য আর অসীম জলরাশি। মাঝখানে বেলাভূমি জুড়ে লালকাকড়ার ছোটাছুটি। বনের বুক চিরে সরু জলো¯্রা

এখানে আছে কেওড়া, গোলপাতাসহ ২৭২ প্রজাতির উদ্ভিদ, হরিণসহ ৪৫ প্রজাতির প্রাণী, দেশী ও পরিযী ২০৯ প্রজাতির পাখি। চলছে সরকারিভাবে একটি ইকো পার্ক নির্মান কাজ। 

পর্যটকরা বলছেন, নির্ভরযোগ্য নৌযান না থাকায় কুকরি মুকড়ি  থেকে লালকাকড়ার দ্বীপ তারুয়া বিপাকে পড়তে হয়।
তবে পর্যটকটের জন্য আবাসন সংকট দূর করতে নারী উদ্যোক্তারা গড়ে তুলেছেন হোম স্টে সার্ভিস। 

শুধু দেশী নয় বিদেশী পর্যটকদের কাছে আকর্ষণীয় রুপে তুলে ধরতে অনলাইন মার্কেটিং প্লাটফরম করা হয়েছে।

জেলা প্রশাসন বলছে, পর্যটকদের নিরাপত্তা, যাতায়ত ব্যবস্থাসহ অবকাঠামোগত উন্নয়নে নানা উদ্দ্যোগ নেয়া হয়েছে । 
 
কুকরিতে বন বিভাগের সবুজ বেস্টনী বাহারি প্রজাতির গাছপালা আর জীববৈচিত্রের সমারহ মন কাড়ে ভ্রমন পিপাসুদের। 

আরকে//