জয় পেয়েছে ঢাকা আবাহনী
প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ২৪ মে ২০১৭ বুধবার | আপডেট: ০৭:৩০ পিএম, ২৪ মে ২০১৭ বুধবার
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সুপার লিগের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ডার্ক ওয়াথ লুইস মেথডে ৬০ রানে হারিয়েছে ঢাকা আবাহনী। একইভাবে শেখ জামালের বিপক্ষে জিতেছে প্রাইম দোলেশ্বর। আর গাজী গ্র“প ক্রিকেটার্সকে ৭ রানে হারিয়েছে মোহামেডান।
বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে কার্টেল ওভারের ম্যাচে জয়ের জন্য ৩৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৭৩ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। নাহিদ ও ইশ্বরন করেন ৪৩ রান করে। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৭ ওভারে ৬ উইকেটে ৩২১ রানের বড়সড় স্কোর দাঁড় করায় আবাহনী। সর্বোচ্চ ৮৫ রান আসে লিটন দাসের ব্যাট থেকে। এছাড়া নাজমুল শান্ত ৬৫ এবং মোহাম্মদ মিথুন করেন ৬০ রান।
এদিকে, বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে কার্টেল ওভারে জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫১ রানে থোমে শেখ জামালের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন তানভীর হায়দার। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৭৪ রান তোলে প্রাইম দোলেশ্বর। ইমতিয়াজ করেন ১২৮ রান। এছাড়া ৬৭ রান আসে শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে।
ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে ৩২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের কাছে গিয়ে ৩১৭ রানে থামে গাজী গ্র“প। সর্বোচ্চ ৮৮ রান করেন মুনিম শাহরিয়ার। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৪ রান করে মোহামেডান। রনি তালুকদার করেন সর্বোচ্চ ৯২ রান। এছাড়া ৭৪ রান আসে শামসুর রহমানের ব্যাট থেকে।