ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল মিস্ত্রির

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের ফতুল্লার বিলাশ নগর এলাকায় সেফইট ফার্স্ট ফায়ার প্রটেকশন নামের একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রফিকুল উল্লাহ নামে এক রিফিলিং মিস্ত্রি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। 

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত রফিকুল উল্লাহ (৫৫) লক্ষীপুর সদর উপজেলার টুনচর গ্রামের মোমিন উল্লাহর ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, এই দোকানে অগ্নি নির্বাপক যন্ত্র ও গ্যাস সিলিন্ডার রিফিলিং করা হতো। দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন গ্যাস সিলিন্ডারের দোকানে কর্মরত মিস্ত্রি রফিকুল উল্লাহ। এর আগেও এই দোকানে দুইবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান তারা।

ফতুল্লা মডেল থানার উপ-পরির্দশক দেবাশীষ সাহা জানান, ওই দোকানের সিলিন্ডারে যে কার্বন ডাই অক্সাইড রাখা হয়েছিল, সেটা অনেক পুরাতন। রিফিলিং করতে গিয়ে গ্যাসের প্রেশারে এই বিস্ফোরণ ঘটেছে। তখন সিলিন্ডারটি মাথায় আঘাত করলে মিস্ত্রি নিহত হন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

এনএস/