ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ভাবি জখম
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
দিনাজপুরের হিলিতে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই রুহুল আমিনের কাঠের আঘাতে মুক্তার হোসেন (৩০) নামে আপন বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত মুক্তারের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (২৫) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে হিলির খট্টামাধবপাড়া ইউনিয়নের দক্ষিণ মাধবপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন ওই এলাকার সাহেব উদ্দিনের ছেলে।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, বাড়ির এক শতাংশ জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এছাড়াও রুহুল আমিন বেশ কয়েকদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে এলাকাবাসী জানিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেলের দিকে তাদের দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছোট ভাই রুহুল আমীন কাঠের বাটাম দিয়ে বড়ভাই মুক্তারের মাথায় আঘাত করে। মুক্তারকে বাঁচাতে তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম এগিয়ে এলে তাকেও বেধড়ক পেটাতে থাকে রুহুল আমিন। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রুহুল আমিন বাড়ি থেকে বের হয়ে সীমান্ত এলাকার দিকে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী আহত অবস্থায় মুক্তার হোসেনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও মুক্তারের স্ত্রী আঞ্জুয়ারা বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেয়নি, তারপরেও আমাদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে, ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠনো হবে।
পলাতক রুহুল আমিনকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এনএস/