এক শতক জমির জন্য বড়ভাইকে হত্যা, ছোটভাই গ্রেফতার
হিলি প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার
দিনাজপুরের হিলিতে জমি নিয়ে বিরোধের জেরে ছোটভাইয়ের কাঠের আঘাতে বড়ভাই মোক্তারুল ইসলাম (৩০) মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত ছোট ভাই রুহুল আমিন (২৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল সোয়া ৮টায় হিলির মংলা বিদেশী পাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি হিলির মাধবপাড়া গ্রামের সাহেব উদ্দিনের ছেলে। নিহত মোক্তারুল ইসলাম তার আপন বড়ভাই।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ‘বাড়ির এক শতক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের মাঝে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছোটভাই রুহুল আমিন কাঠের বাটাম দিয়ে বড়ভাই মুক্তারের মাথায় আঘাত করতে থাকে। তার চিৎকারে মোক্তারকে বাঁচাতে তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম এগিয়ে আসলে তাকেও পেটাতে থাকে রুহুল আমিন। এলাকাবাসী এগিয়ে আসলে রুহুল আমিন বের হয়ে সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় মুক্তার হোসেন ও আঞ্জুয়ারা বেগমকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোক্তারকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও অবস্থা আশঙ্কাজনক তার স্ত্রীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
তিনি জানান, ‘ওই ঘটনায় নিহতের মা মনিজা বেওয়া বাদী হয়ে গতরাতে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে হিলির মংলার বিদেশি পাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে দিনাজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মোক্তারুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠনো হয়েছে।’
এআই/এসএ/