মুজিববর্ষে মৌলভীবাজারে হত দরিদ্র মানুষের পাশে র্যাব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩০ পিএম, ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে মৌলভীবাজারে র্যাব সেবা সপ্তাহ ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এই কর্মসূচির ধারাবাহিকতায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) জেলার জলের গ্রাম খ্যাত অন্তেহরিসহ কয়েকটি জায়গায় তিন শত কম্বল বিতরণ করে।
বৃহস্পতিবার বিকেলে এ কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিপিসি -২ (শ্রীমঙ্গল ক্যাম্প) স্কট কমান্ডার এএসপি আফসান-আল-আলম। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, সাংবাদিক এসকে দাশ সুমন, ডা: মঞ্জু চক্রবর্তী ও স্থানীয় ইউপি সদস্য অমর দাশ।
র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের স্কট কমান্ডার এএসপি আফসান-আল-আলম জানান, তাদের এ কর্মকান্ড অব্যাহত আছে।
এসি