খালেদা জিয়া রাজনীতি ও গণতন্ত্রের জন্য হুমকিঃ ইনু
প্রকাশিত : ১১:৫২ এএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৭ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার
জামায়াত-জঙ্গী সমর্থিত খালেদা জিয়া রাজনীতি ও গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাসস্ট্যান্ডে জেলা জাসদ আয়োজিত জনসভায় তিনি আরও বলেন, গণতন্ত্র ও রাজনীতি রক্ষায় বেগম জিয়াকে রাজনীতি এবং ক্ষমতার বাইরে রাখতে হবে। বিএনপির জামায়াত নির্ভর রাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।