জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড
প্রকাশিত : ১২:০০ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১২:০৮ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার
উয়েফা ইউরোপা লিগ ফুটবলে আয়াক্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষের মাঠে আক্রমণাতœক খেলতে থাকে ম্য্নাইউ। আর প্রথমার্ধেই গোলের দেখা পায় রেড ডেলিসরা। ১৮ মিনিটে ফ্রান্স মিডফিল্ডার পল পগবা গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধে আর গোল না হলে ১-০ তে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো এগিয়ে যায় হোসে মরিনহোর শিষ্যরা। ৪৮ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার হেনরিক মিটাইলেন। শেষ পর্যন্ত আর গোল না হলে শিরোপা জয় করে নেয় ম্য্নাচেস্টার ইউনাইটেড। সেই সাথে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলারও নিশ্চিত করে ম্যানইউ।