ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

রোহিঙ্গার হাতে খুন হলো স্থানীয় দোকান কর্মচারী 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০১:০২ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার

কক্সবাজারের উখিয়ায় ফোরকান আহমদ ওরফে কালু (২২) নামের এক স্থানীয় দোকান কর্মচারীকে জবাই করে টাকা লুট করে নিয়ে পালিয়েছে অপর সহযোগী রোহিঙ্গা কর্মচারী। আজ রোববার ভোররাতে উপজেলার কোটবাজার দক্ষিণ ষ্টেশনে এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটে। 

নিহত দোকান কর্মচারী উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়া এলাকার বশির আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, উখিয়ার কোটবাজার দক্ষিণ ষ্টেশনের স্থানীয় ব্যবসায়ী শাহ আলমের মালিকানাধীন একটি ডেকোরেশনের দোকানে স্থানীয় ও রোহিঙ্গা কর্মচারীরা দীর্ঘদিন ধরে কাজ করত। এ কারণে রাতে এক সাথে ওই ডেকোরেশনের দোকানে ঘুমান তারা। সবশেষ রোববার ভোররাতে কোন এক সময়ে স্থানীয় কর্মচারী ফোরকান আহমদ ওরফে কালুকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে অপর রোহিঙ্গা কর্মচারী। এ সময় দোকানে থাকা নগদ ৪৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। 

পালিয়ে যাওয়া রোহিঙ্গা কর্মচারীর পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

উখিয়া থানার ওসি আহমদ সন্জুর মোরশেদ জানান, ‘খবর পেয়ে পুলিশ রোববার বেলা ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে টাকার লোভে তাকে হত্যা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। দোকান মালিক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

তিনি জানান, ‘ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
এআই/এসএ/