ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৪৩ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার

৫ সাংগঠনিক জেলায় ফরম বিতরনের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি।
দুপুরে ধানমন্ডি কার্যালয়ে এর উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, অনুপ্রবেশকারী জনপ্রতিনিধিদের সদস্য পদ নবায়ন করা হবেনা। যৌক্তিক কারনেই আওয়ামী লীগ ইভিএম মেশিনে ভোট গ্রহনের পক্ষে বলেও মন্তব্য করেন তিনি।