জাতীয় নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫২ পিএম, ২৫ মে ২০১৭ বৃহস্পতিবার
দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না বলে আশংকা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা খাইরুল কবীর খোকন সহ আটক নেতাদের মুক্তির দাবীতে ৯০ এর ডাকসু ছাত্র পরিষদ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশীর নামে ভাংচুর ও লুটপাট করা হয়েছে, এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে সমাবেশ নিষিদ্ধ করে সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। রমজানের পরে বিএনপি নির্বাচনকালীন সহায়ক সরকারের রুপরেখা দেবে বলেও জানান তিনি।