ঢাকা, বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৩ ১৪৩১

রূপগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গাড়িতে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংর্ঘষে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটে। 

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় বিভিন্নভাবে এই সংঘর্ষ চলে। এতে আহত হয়েছেন ৮ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন ও রুহুল আমিনের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এঘটনায় নির্বাচন কর্মকর্তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও তারাব পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যারা এই অপ্রতিকর ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কেআই//