ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

গুলশানে এসি বিস্ফোরণে ১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার

রাজধানীর গুলশান-২ নম্বরের ৯৩ নম্বর রোডের ১৪তলা ভবনের নিচ তলায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এই বিস্ফোরণ ঘটে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর আনিসুর রহমান বলেন, ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দ শুনে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এ সময় এসি কন্ট্রোল রুম থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ওই ভবনে এসি বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়া। তবে সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন দেখতে পায়নি, একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এএইচ/এসএ/