ডব্লিউএইচও’র আগাম বৈঠক আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০২:২৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও করোনার নতুন ধরনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনার জন্যে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে। নির্ধারিত সময়ের দু’সপ্তাহ আগেই জরুরি কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসটি দ্রুতই ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা থেকে অন্তত ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে দেখা দেয়া করোনার চেয়ে নতুন ধরণের ভাইরাসটি অনেক বেশি সংক্রামক বলে দাবি করা হচ্ছে। ফলে ভাইরাসটিকে ঠেকাতে দেশে দেশে নতুন করে লকডাউন জারি করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির বৈঠক সাধারণত প্রতি তিন মাসে একবার অনুষ্ঠিত হয়। কিন্তু পরিস্থিতি বিবেচনায় এবার বৈঠকটি দু’সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।
এদিকে চলমান টিকাগুলো নতুন বৈশিষ্ট্যের করোনা ঠেকাতে কতোটা কার্যকর তা নিয়েও বৈঠকে আলোচনা হবে।
এদিকে বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।
এসএ/