কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের মৃত্যুবার্ষিকী আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫৮ এএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
জনপ্রিয় কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের আজকের এই দিনে রাজধানীর চামেলীবাগের নিজ বাসায় তিনি মারা যান।
আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন শাম্মী। বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে গানে হাতেখড়ি শাম্মী আক্তারের। ১৯৭৭ সালে তিনি ঘর বাঁধেন ফোক সংগীতশিল্পী আকরামুল ইসলামের সঙ্গে। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া।
তার তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে- ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে, হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’ ও ‘আমার নায়ে পার হইতে লাগে ষোলো আনা’।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমায় ওই শিরোনামের গানটি গেয়ে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
এসএ/