সম্প্রীতি সংলাপে ডা. দেবী শেঠীর বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার
মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই সম্প্রীতি বাংলাদেশ প্রতি সপ্তাহে নিয়মিত দুটি ওয়েবিনার করে আসছে। প্রতি শনিবার ফেসবুক লাইভে সম্প্রীতি সংলাপ ও প্রতি বুধবার টেলিমেডিসিন সম্প্রচার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার রাত ৯টায় সম্প্রীতি সংলাপের ৪৯তম পর্বে স্বাস্থ্য অর্থনীতি ও জাতীয় উন্নয়ন শীর্ষক বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় মূল বক্তা বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী।
এতে প্রধান অতিথি হিসেবে থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
সম্মানীয় আলোচক হিসেবে আলোচনায় অংশ নেবেন- ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, শিক্ষাবিদ ও শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী।
এতে স্বাগত বক্তব্য রাখবেন সম্প্রীতি বাংলাদেশ-এর সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক মিডিয়া ও নাট্য ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় আয়োজনটি দেখা যাবে https://www.facebook.com/sampritee.bangladesh এই লিংকে।
এনএস/