রুশ সংযোগের অভিযোগে ট্রাম্প জামাতার তদন্ত
প্রকাশিত : ১১:২৫ এএম, ২৬ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ১১:৪৩ এএম, ২৬ মে ২০১৭ শুক্রবার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংযোগের অভিযোগে এবার এফবিআই’র তদন্তের পড়েছেন ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার।
মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, এফবিআই তদন্ত চালালেও সরাসরি কুশনারকে দায়ী করছে না। রুশ সংযোগ নিয়ে তদন্তে ট্রাম্পের জ্যেষ্ঠ এ উপদেষ্টা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে বলে বিশ্বাস এফবিআই’র। তদন্তকারীরা গেলো বছর কুশনারের সাথে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলায়েক ও এক ব্যাংকারের বৈঠকের বিষয়টির ওপর নজর দিচ্ছে। তদন্তে সব ধরণের সহযোগীতা করতে রাজি হয়েছেন জ্যারেড কুশনার। প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংযোগ নিয়ে ক্ষমতা গ্রহণের শুরু থেকেই বেশ তোপের মুখে আছেন ডোনাল্ড ট্রাম্প।