ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯ এএম, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ তৃতীয় দিন। এদিনে প্রদর্শীত হবে বিভিন্ন দেশের ৩৪টি চলচ্চিত্র। এগুলোর মধ্যে জাদুঘরের মূল মিলনায়তনে দুপর ১টায় ইরানের ‘হিস দখতার-হা ফারিয়াদ নেমি-জানাত’, বিকেল ৫টায় রাশিয়ার ‘ফরিদা’। সন্ধ্যা ৭টায় ইরানের ‘কোশতারগাহ’।

পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুপুর ১টায় তুরস্কের ‘অরচিডস ইন ফায়ার’, বিকেল ৩টায় ভারতের ‘বিহান’ এবং সন্ধ্য ৭টায় শ্রীলংকার ‘ওয়ান্ডারিং লাইফ’।

জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে দুপুর ১টায় তুরস্কের ‘সাফানোমা’, বিকেল ৩টায় রাশিয়ার ‘উডস্ত টুভান স্টাইল’, ইতালির ‘ওয়েভস’, জর্ডানের ‘আল মানাই’। বিকেল ৫টায় ইরানের ‘মান ইঞ্জা হাসতাম’ এবং রাত ৭টায় নরওয়ের ‘সানলেস শেড শ্যাডোস’। শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকেল ৫টায় রয়েছে ভারতের গুমনামি। এ ছাড়া শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলার নন্দন থিয়েটার [মুক্তমঞ্চ], স্টার সিনেপ্লেক্স এবং সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্সে উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

উৎসবে মিলনায়তনের পাশাপাশি অনলাইনেও চলচ্চিত্র দেখার সুযোগ রয়েছে। লাকভেলকি অনলাইন প্ল্যাটফর্মে উৎসব চলাকালে নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখতে পারবেন।
এসএ/