ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে আঙ্গুগুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না- তারানা হালিম

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৬ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৭:৩০ পিএম, ১৬ মার্চ ২০১৬ বুধবার

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন ও পুনঃনিবন্ধনে কোনো পর্যায়ে আঙ্গুগুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না বলে আবারও জানালেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে সচিবালয়ে মোবাইল ফোন অপারেটর কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে শুধু জাতীয় পরিচয়পত্রে-এনআইডির  সঙ্গে তথ্য যাচাই করা হচ্ছে। আঙ্গুলের ছাপ তৃতীয় পক্ষের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। তারানা হালিম বলেন, অবৈধ ভিওআইপিসহ নানা অপরাধ মূলক কর্মকান্ডের সঙ্গে যারা জড়িত তারা একধরনের অপপ্রচার চালাচ্ছে। আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত বায়োমেট্রিক রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকছে বলেও জানান তিনি।