ভাস্কর্য অপসারণের ঘটনায় প্রধান বিচারপতির ভূমিকার প্রসংশা
প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৬ মে ২০১৭ শুক্রবার
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের ঘটনায় প্রধান বিচারপতির ভূমিকার প্রসংশা করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, ভাস্কর্য সরানোর কৃতিত্ব সরকারের নয়, প্রধান বিচারপতির।
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উচ্চ আদালতের চত্ত্বর থেকে কেনো ভাস্কর্যটি অপসারণ করা হলো, তা প্রধান বিচারপতিই ভালো বলতে পারবেন। এদিকে, জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকার নয়, প্রধান বিচারপতির সিদ্ধান্তেই ভাস্কর্য অপসারণ করা হয়েছে।