ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

সেমিফাইনালে উঠেছে শুয়াই পেনাং

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৬ মে ২০১৭ শুক্রবার

ফ্রান্সে স্ট্রাসবুর্গ ইন্টারন্যাশনাল টেনিসের সেমিফাইনালে উঠেছে চাইনিজ তারকা শুয়াই পেনাং।
শীর্ষে উঠার লড়াইয়ে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সকে হারিয়েছেন ৩১ বছর বয়সী শুয়াই পেনাং। প্রথম সেটে ৬-০ গেমে এগিয়ে যান পেনাং। পিছিয়ে পরে দ্বিতীয় সেটের শুরুতে ঘুরে দাঁড়াতে চাইলেও পেরে ওঠেননি র‌্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে থাকা রজার্স। দ্বিতীয় সেটেও ৬-৪ গেমে হেরে যান তিনি। এই জয়ে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত হয় শুয়াই পেনাংয়ের। সেমিফাইনালে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান সামান্থা স্টসুর।