ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

নিখোঁজের তিনদিন পর পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:০০ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠেছে নিখোঁজ পোশাক শ্রমিক সাদ্দাম হোসেন রনির মরদেহ। গত সোমবার সকালে নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ হয় রনি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নবীগঞ্জ এলাকা থেকে তার মরহেদ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত সাদ্দাম হোসেন রনি (২৮) বন্দরের নবীগঞ্জের অলেম্পিয়া হাউজ এলাকার মোসলেম উদ্দিন ভূইয়ার ছেলে ও একটি পোশাক কারখানার শ্রমিক।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, সকালে শীতলক্ষ্যা নদীতে  নিখোঁজ সাদ্দাম হোসেন রনির মরদেহ ভেসে উঠেতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে। 

এর আগে গত সোমবার সকালে অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় কুয়াশার কারণে মাঝনদীতে উল্টে গিয়ে ডুবে যায় একটি ট্রলার। এ ঘটনায় নিখোঁজ ছিলো রনি। পরে তাকে উদ্ধারে নদীতে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু সেই সময়ে খোঁজ মেলেনি রনির।
এএইচ/এসএ/