যশোর সারথী ট্রান্সপোর্টের শতাধিক কম্বল বিতরণ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১০:১৯ পিএম, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
গত এক সপ্তাহ ধরে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড হচ্ছে। মানুষের দূর্ভোগের চিত্র প্রতিদিনই উঠে আসছে গণমাধ্যম্যে। এ বস্থায় সরকারের পাশাপাশি এ সকল শীতার্তের পাশে এগিয়ে এসেছেন বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার দুপুরে যশোর সারথী ট্রান্সপোট এর স্বতাধিকারী কাজী কামরুল ইসলাম ও তাঁর পরিবারের এর উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সার্বিক সহযোগীতায় শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম এ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা: হরিপদ রায়, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, ইমজা মৌলভীবাজার এর কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার দে, সাংবাদিক ইমন দেব চৌধুরী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও সাংবাদিক উজ্জ্বল কুমার দাশ।
আরকে//