নারীদের ক্যান্সার বিষয়ে গণসচেতনতা বাড়াতে চিকিৎসা ক্যাম্প চালু
প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৬ মে ২০১৭ শুক্রবার | আপডেট: ০৬:৫৭ পিএম, ২৬ মে ২০১৭ শুক্রবার
নারীদের ক্যান্সার বিষয়ে গণসচেতনতা বাড়াতে চট্টগ্রামের আনোয়ারার তৈলাদ্বীপ এলাকায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প চালু করেছেন স্থানীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান।
তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। এসময় গ্রামাঞ্চলের মহিলাদের ক্যান্সার বিষয়ে আরো সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে রোগীকে সম্পুর্ণ সুস্থ করা সম্ভব। এজন্য নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার আহ্বানও জানান বক্তারা।