বোলারদের আঘাতে বিধ্বস্ত সফরকারীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার
দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচের মতই অন্ধকার দেখছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই ক্যারিবিয়ান শিবিরে মুস্তাফিজুরের আঘাতের পর জোরা আঘাত হেনেছেন মেহেদি হাসান মিরাজ। উইকেট পেয়েছেন সাকিব আল হাসানও।
দিনের শুরুতে ওপেনার সুনিল অ্যামব্রিস বিদায়ের পর মাত্র ২৭ রান যোগ করতেই দলীয় ৩৬ রানের মাথায় মিরাজের স্পিন ঘূর্ণিতে সাজঘরে ফেরেন অপর ওপেনার জর্ন ওটলে। ৪৪ বলে ২৪ রান করে তামিম ইকবালের হাতে ধরে পড়েন তিনি। দলে এক রান যোগ হতেই একই ওভারে প্যাভিলিয়নে ফেরেন জশুয়া ডি সিলভা। তাকে সরাসরি বোল্ড করেন মিরাজ।
এরপর সফরকারীদের খাদের কিনারে পাঠিয়ে দেন সাকিব আল হাসান। কোমড় সোজা করে দাঁড়ানোর আগেই দলীয় ৩৯ রানের মাথায় আন্দ্রে ম্যাককার্থির (০৩) স্টাম্প ভাঙেন প্রথম ম্যাচে ৪ উইকেট পাওয়া সাকিব। এছাড়া রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন কাইল মায়ের্স। শান্তর থ্রোতে শূন্য রানে ফেরেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
এর আগে দিনের শুরুতে ওপেনার সুনিল অ্যামব্রিসকে মাত্র ৬ রানে ফেরান কার্টার মাস্টার মুস্তাফিজ। দলীয় ১০ রানের মাথায় ফিজের বলে মেহেদি হাসান মিরাজের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন অ্যামব্রিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৯ ওভারে ৫ উইকেটে ৪৫ রান। ক্রিজে এক প্রান্তে অধিনায়ক জেসন মোহাম্মেদ ২ ও রুমাহ বোনার ৪ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে টসে জিতে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় শুরু হয়েছে ম্যাচটি। দেখা যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টিভি চ্যানেল টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে।
গত বুধবার (২০ জানুয়ারি) প্রথম ম্যাচে সফরত ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারায় টাইগাররা। এক ম্যাচ হাতে রেখেই আজ সিরিজ জয় নিশ্চিত করতে চায় তামিম ইকবালরা।
প্রথম ম্যাচে ক্যারিবীয় দলে ছয় জনের অভিষেক হয়েছিল। কিন্তু নিজেদের মেলে ধরতে পারেনি তারা। তবে দলটির ব্যাটসম্যানরা যদি আরও কিছু রান জড়ো করতে পারতো, তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতো বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত।
এদিকে, ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর বুধবার প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমেই ম্যাচ সেরা হন সাকিব আল হাসান। তারপরও ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নিতে নারাজ সাকিব। বাংলাদেশকে চাপে ফেলার সামর্থ্য ওয়েস্ট ইন্ডিজের আছে বলে জানান তিনি।
সাকিব বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির খেলোয়াড়রা আসেনি বলে আপনি যদি মনে করেন তারা ভালো দল নয়, তবে তা ভুল ভাবা হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ঘরে ও বিদেশের মাটিতে তাদের পূর্ণ শক্তির দলকে হারিয়েছি। কিন্তু তারা সসময়ই ভালো দল। তাই এই জয়ে আমাদের হাল ছেড়ে দেয়া উচিত নয়। তারা আমাদের বিপক্ষে জ্বলে উঠতে পারে। তাদেরকে হারানোর জন্য আমাদের আরও পরিশ্রম করতে হবে।’
ইতোমধ্যে ৩৯টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশ ১৬টি ও ক্যারিবীয়ানরা ২১টিতে জয় পায়। দু’টি ম্যাচে কোনও ফল আসেনি। সর্বশেষ ছয় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ।
এদিকে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশকে হারাতে চান এই দলটির অধিনায়ক জেসন মোহাম্মদ। তিনি বলেন, ‘আমাদের নিজেদেরকে আরও সময় দিতে হবে। ইনিংসের মাঝখানে স্পিনারদের বিপক্ষে রান করাটা কঠিন। যা ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।’
জেসন আরও বলেন, ‘অবশ্যই ঐ সময়ের বোলিংয়ে আমাদের আরও ভালো খেলা দরকার। আমি মনে করি, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং সেরা পরিকল্পনা নিয়ে খেলতে নামবো। আমরা বোর্ডে আরও কিছু রান যোগ করার চেষ্টা করবো।’
জেসন বলেন, ‘ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা অনভিজ্ঞ। তবে আমি মনে করি, খেলোয়াড়রা কাজটি করতে সক্ষম। এটি আমাদের প্রথম ম্যাচ ছিলো। উইকেট কিছুটা কঠিন ছিলো। আশা করছি পরের ম্যাচে আমরা ভালো ব্যাটিং পারফরমেন্স করতে পারবো।’
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ দল
জেসন মোহাম্মেদ (অধিনায়ক), জর্ন ওটলে, সুনীল অ্যামব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, কাইল মায়ের্স, রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলঝারি জোসেফ ও আকিল হোসেন।
এআই/এসএ/